পরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় আরকে হাই স্কুল মাঠে সম্মিলিত কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন উপজেলা চেয়ার্যামন (ভারপ্রাপ্ত) আরব আলী, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মদ। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রোমানা রিয়াজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকুলি প্রমুখ।
সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা চেয়ার্যামন (ভারপ্রাপ্ত) আরব আলী, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমানা রিয়াজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকুলি, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মদ প্রমুখ।
0 coment rios: