স্টাফ রিপোর্টার: মুক্তাগাছায় যথাযথ মর্য়াদায় নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। নারী নির্যাতন প্রতিরোধে দেশ ব্যাপি প্রচারাভিযানে ২৫ থেকে ১০ডিসেম্বর পর্যন্ত অভিযানে। গত ৯ডিসেম্বর সকাল ১১টায় মহিলা বিষয়ক অধিদপ্তররে আয়োজনে, ব্র্যাকের সার্বিক সহয়োগিতায় এক বণার্ঢ্য র্যালী শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের হল রুমে আলোচনা সভা অনুন্ঠিত হয়। এতে উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আলহাজ আরব আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মূর্শিদা আক্তার কাকলী,সহকারি কমিশনার(ভুমি) রোমানা রিয়াজ,মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনাজ্জামান, নারী নেত্রী মলিনা রানী দত্ত, ব্র্যাকের সামাজিক ক্ষামতায়ন ও সুরক্ষা কর্মকর্তা পূণিৃমা রানী সরকার প্রমুখ।
সাদিয়া আক্তারের পরিচালনায় আয়োচনা শেষে ৫জন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের মধ্যে কাজী সানজিদা আক্তার কে শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে অসাম্যঅবদান রাখায় পুরুস্কার প্রদান, সামাজিক উন্নয়নে বিলকিছ আক্তার কে, নারী নির্যাতনে বিভীষিকামোচনে মমতাজ কে, সফল জননী স্বর্নাকা রানী ও অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনে লাভলী আক্তার কে জয়িতা পুরুস্কারে ভূষিত করা হয়।
0 coment rios: