রিপন সারওয়ার : নবনিযুক্ত মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মদের সাথে মুক্তাগাছা প্রেসক্লাবের সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় মুক্তাগাছা প্রেসক্লাব সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মুক্তাগাছা প্রেসক্লাবের সভাপতি এফএমএ সালামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, সিনিয়র সাংবাদিক সিরাজুল হক সরকার, শফিউল্লাহ সরকার, নজরুল ইসলাম, মাহবুবুল আলম রতন, মাজহারুল আজাদ বুলবুল, মোফাজ্জল হোসাইন, এম ইউসুফ সহ আরো অনেকেই। বক্তারা বলেন, পুলিশ সাংবাদিক একে অপরের সহায়ক হিসেবে কাজ করে যেতে পারলে সমাজ থেকে অপরাধ নির্মুল করা সহজতর হবে। সাংবাদিক পুলিশ প্রকৃত অর্থে দেশ তথা জাতির মঙ্গল কামনায় কাজ করলে দেশ সোনার বাংলায় পরিণত হবে।
অনুষ্ঠানে অফিসার ইনচার্জ ফারুক আহম্মদ সাংবাদিকদের কাছ থেকে উপজেলার আইন শৃঙ্খলার বিভিন্ন বিষয় শুনেন এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার প্রত্যয় ব্যক্ত করে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। পুলিশ ও সাংবাদিক একে অপরের সাথে কাঁেধ কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, চাঁদাবাজী সহ অপরাধ কমে যাবে। পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজ থেকে বেশীরভাগ অপরাধ নির্মুল করা সম্ভব হবে।
0 coment rios: