Monday, June 19, 2023

যুগোপযোগী ও মানসম্মাত শিক্ষাদানে কাজ করে যাচ্ছে মারকাযুল কোরআন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকরা । ছবিতে উজ্জল কুরআনের পাখিগুলো- দোয়া চেয়েছেন সকলের কাছে।


Collected from Facebook: 

মোঃ মাহমুদুল হাসানঃ সম্প্রতি মারকাযুল কোরআন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের কয়েকটি গ্রুপ ছবি ফেসবুক পোস্টে প্রকাশিত হয়। ছবিটি প্রকাশ করে মারকাযুল কোরআন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা কমিটির সদস্য মো. আরিফুল ইসলাম। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর ফেসবুক ব্যবহারকারীদের নজর ও মন কেড়েছে। পোস্টটিতে লেখা হয়- 

"আলহামদুলিল্লাহ। মারকাযুল কোরআন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা (তারাটি আরজাকান্দা) মাদ্রাসার শুরুটা ক্ষুদ্র পরিসরে হলেও বর্তমানে শিক্ষার মান বিবেচনায় অভিভাবক মহল প্রতিনিয়ত আকৃষ্ট হচ্ছে উক্ত প্রতিষ্ঠানে তাদের আদরের সন্তানদের ভর্তি করানোর জন্য। যার জন্য আবার নতুন করে নির্মিত হচ্ছে নতুন ভবন। ইনশাআল্লাহ এখান থেকেই হয়তবা একদিন শত শত হফেজ বেড়িয়ে আসবে। সকলের সহযোগিতায় এগিয়ে যাবে আমাদের সকলের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান। সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল সকল কোরআনের পাখি ও শিক্ষকমন্ডলীর জন্য।" 


মুক্তাগাছা প্রতিদিনের পক্ষ হতে মারকাযুল কোরআন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ও হাফেজ মাওলানা রবিউল ইসলামের কাছে ফেসবুক পোস্টের বিষয়ে জানতে চাইলে তারা জানান, আমরাও ফেসবুক পোস্টের লেখাগুলোর পক্ষেই। আমাদের মাদ্রাসাটি তারাটি আরজাকান্দা মিলনগঞ্জ বাজারের পূর্ব পাশে অবস্থিত। আমরা মাদ্রাসাটি ক্ষুদ্র পরিসরে শুরু করলেও যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা প্রদানে সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের প্রতিষ্ঠানে পড়াশুনার মান ভালো হওয়ায় অভিভাবকরা আকৃষ্ট হয়ে ও তাদের সন্তানদের আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করছেন। তাই আমরা মাদ্রাসার জন্য নতুন করে আরও একটি ভবন নির্মান করতেছি। আমাদের চাওয়া এই মাদরাসা থেকে শত শত হাফেজে কুরআন একদিন মাথায় পাগড়ী পরবেন-ইনশাআল্লাহ। তাই দেশের সকল মানুষের প্রতি আমাদের সকল তালেবে এলেম ও প্রতিষ্ঠানের জন্য দোয়ার দরখাস্ত রইল।  

মারকাযুল কোরআন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা
ঠিকানা: তারাটি (আজরাকান্দা)মিলনগঞ্জ বাজারের পূর্ব পার্শ্বে 
মুক্তাগাছা, ময়মনসিংহ।
যোগাযোগ: 01706-168580 



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: