রিপন সারওয়ার: মুক্তাগাছায় ৭ বছর বয়সী ২ শিশুকে যৌন হেনস্তার অভিযোগ পাওয়া গেছে। গত ২৯ আগস্ট বিকেলে মুক্তাগাছা পৌর শহরের পাড়াটঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে শিশুর বাবা বাদি হয়ে মুক্তাগাছা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানযাযায়, পাড়াটঙ্গী এনএন পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাড়াটঙ্গী ফাতেমাতুজ জহুরা মহিলা মাদ্রাসার দুই শিশু গত ২৯ আগস্ট বিকেলে বিবাদী একই এলাকার বাসিন্দা মৃত মোহাম্মদ আলীর পুত্র গোলাম রব্বানী (৪৭) গাড়িচালকের বসত বাড়ির আঙ্গিনায় খেলতে যায়। এ সময় গোলাম রব্বানী শিশুদুটিকে চকলেট ও চানাচুর দেখিয়ে তার গোয়াল ঘরে নিয়ে যৌন কামনা চরিতার্থ করার জন্য গোলাম রব্বানী শিশুদের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাতবুলায়। পরে ঘটনাটি শিশুরা বাড়িতে এসে তাদের মা-বাবাকে জানায়। উভয় পরিবার সলা-পরামর্শ করে গত ২ সেপ্টেম্বর শিশুর পিতা মোঃ জনি মিয়া বাদি হয়ে গোলাম রব্বানীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মুক্তাগাছা থানায় একটি মামলা করেন।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ বলেন, শিশুকে যৌন হেনস্তার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ আসামি ধরার চেষ্টা করছে। আশাকরি শিঘ্রই আসামিকে ধরতে পারব।
0 coment rios: