রিপন সারওয়ার : মুক্তাগাছার মানকোন ইউনিয়নের চর আধপাখিয়া গ্রামের সুজন মন্ডল ও রুহুল আমীন নামে দুই কৃষকের গরুর খাবার চারিতে বিষ প্রয়োগ করে গরু হত্যার চেষ্টা করে অজ্ঞাত দুবৃত্তরা। সুজন মন্ডল ও রুহুল আমীনের গোয়ালঘরে গরুর খাবারের চারিতে রবিবার দিবাগত রাতে কে বা কাহারা গরুর খাবারে বিষ প্রয়োগ করে রাখে। সকালে গরুকে খাবার দিতে গিয়ে কৃষকরা বিষের গন্ধ পেয়ে বিষ প্রয়োগ করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেন। পরে স্থানীয় লোকজনদের বিষয়টি জানালে তারা আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন। গরু কিছু খাবার খাওয়ার ফলে গরুর অসুস্থ হওয়ার লক্ষণ দেখে স্থানীয় পশু চিকিৎসক এনে গরু দুইটিকে চিকিৎসা দেওয়া হয়
0 coment rios: