রিপন সারওয়ার : আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি পুত্র মোঃ তারেক নৌকার পক্ষে ভোট চেয়ে ৫৬ তম উঠান বৈঠক করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের হরিপুর দেউলি গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয।
তৃণমূলের ত্যাগী ও নির্যাতিত আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে অত্র ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেবের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তাগাছা উপজেলার সাবেক প্রচার সম্পাদক এমপি পুত্র মোঃ তারেক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তাগাছা উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সুমন সরকার, আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক প্রমুখ।
উঠান বৈঠকে বক্তারা বলেন, নৌকা যার আমরা তার। তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবে আমরা সবাই একজোট হয়ে নৌকায় ভোট দিব। তবে মুক্তাগাছার মাটি ও মানুষের সাথে যার নাড়ীর টান রয়েছে এমন লোককে প্রধানমন্ত্রীর প্রতি মনোনয়ন দেওয়ার অনুরোধ জানান।
উঠান বৈঠকে ওই অঞ্চলের প্রায় শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
0 coment rios: