রিপন সারওয়ার : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি/২০২৩-২৪ মৌসুমে ৪ হাজার কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে স্থানীয় আঞ্চলিক স্কাউট ভবনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি।
রবিবার সকাল ১০টায় উপজেলা স্কাউট ভবনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে ম্ক্তুাগাছা উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরব আলী, উপজেলা কৃষি অফিসার সেলিনা পারাভিন, ময়মনসিংহ প্রেসক্লাবের সহ সভাপতি এজেডএম ইমাম উদ্দিন মুক্তা, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সরিষা আবাদকারী চাষিদের মাঝে বীজ ও সার বিতরণ করেন।এব্যাপারে উপজেলা কৃষি অফিসার সেলিনা পারভিন জানান, এ বছর তৈলজাতীয় ফসল উৎপাদনে কৃষকদের সহায়তা হিসেবে সরিষা আবাদের জন্য ৪ হাজার ক্ষুদ্র প্রান্তিক চাষির মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। প্রতি এক বিঘা জমির জন্য তালিকাভুক্ত প্রত্যেক চাষিকে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়। তিনি জানান, এ বছর মুক্তাগাছা উপজেলায় ১৩শ ৯৫ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১৯ মেঃ টন।
0 coment rios: