রিপন সারওয়ার : কেক কাটা, আলোচনা সভাসহ নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী মুক্তাগাছা প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ১ নভেম্বর প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
এ উপলক্ষ্যে প্রেসক্লাবের হলরুমে আয়োজিত আলোচনা সভায় ক্লাব সভাপতি এফএমএ সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাসসের জেলা প্রতিনিধি এজেডএম ইমাম উদ্দিন মুক্তা, প্রেসক্লাবের সহসভাপতি ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের সদস্য আবু সালেহ মো. মুসা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, প্রতিষ্ঠাতা সদস্য সুজিত কুমার সিংহ, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক সরকার। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক শফিক সরকার, মাহবুবুল আলম রতন, মুর্শেদ আলম খান, এমএইচএম মাজহারুল আজাদ বুলবুল, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম, সদস্য বজরং আগরওয়ালা, হেলাল উদ্দিন নয়ন, মনোনেশ দাস, কোষাধ্যক্ষ এডভোকেট নাসির উদ্দিন ফকির, সমাজ কল্যাণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাশিদুল আলম শিমুল, সাংবাদিক ফরিদুল ইসলাম দুলাল,
এম. ইউসুফ আলী, কাফি খান, হজরত আলী, রিপন সারওয়ার, আসাদুজ্জামান তালুকদার, হোসাইন আহমেদ সুলভ, তাজুল ইসলাম, কামরুল হুদা আকন্দ বাবলু, খালেদ খুররম পারভেজ, মামুন আল গাইয়ুম, মো. মাহমুদুল হাসান, মিজানুর রহমান জুয়েল, শরীফ খান, মাহবুব আনাম রানা।
পরে প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক প্রীতি ভোজের আয়োজন করা হয়। প্রীতি ভোজে সদস্যবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ অংশ নেন।
0 coment rios: