Wednesday, October 25, 2023

মুক্তাগাছায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রিপন সারওয়ার: কৃষি গবেষণা ফাউন্ডেশনের এমসিসিএ, সিআরপি-২ প্রকল্পের অর্থায়নে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কৃষি, মৎস্য ও প্রাণীজ সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মুক্তাগাছা নতুন বাজারস্থ কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিদ্যালয় গাজীপুর এর ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। মুক্তাগাছা উপজেলা কৃষি অফিসার সেলিনা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ইমরুল কায়েস, কৃষি সম্প্রসারন অধিদপ্তর,খামার বাড়ি ময়মনসিংহ এর উপপরিচারক মোঃ মতিউজ্জামান। প্রকল্পের উপণ্ডপ্রধান সমন্বয়কারী ড. দেবাশিস চন্দ্র আচার্য এর সঞ্চালনায় ওই প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরী ও পোল্ট্রি সায়েন্স বিভাগের প্রফেসর ড. মুর্শেদুর রহমান ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ বায়োলজি এ- জেনেটিক্স বিভাগের প্রফেসর ড. এ. কে. শাকুর আহমেদ, এমসিসিএ  প্রকল্পের কো-অর্ডিনেটর ড. যতীশ চন্দ্র বিশ্বাস ও ডেপুটি কো-অর্ডিনেটর প্রফেসর ড. মিজানুর রহমান প্রমুখ।

কৃষক প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীগণ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে কৃষিতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কৃষি,মৎস ও প্রানীজ সম্পদ ব্যবস্থাপনায় বিভিন্ন সমস্যা উত্থাপন করেন এবং রিসোর্স পার্সনগণ সম্ভাব্য সমাধান প্রদান করেন। মুক্তাগাছা উপজেলার বিভিন্ন পর্যায়ের ১০০ (একশত) জন কৃষক-কৃষাণী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: