রিপন সারওয়ার: স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্যে ময়মনসিংহের মুক্তাগাছায় জাতীয় যুব দিবস ১ নভেম্বর বুধবার পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পরিষদ প্রাঙ্গনে র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, সনদপত্র ও যাতায়াত ভাতা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। প্রতিমন্ত্রী মন্ত্রী বলেন, বর্তমান সরকার যুব সমাজকে উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল ও মধ্যম আয়ের বাংলাদেশ গড়ার লক্ষে যে প্রত্যয় ব্যক্ত করেছেন, এ যুব সমাজই তা বাস্তবায়ন করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান সভাপতিত্বে ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ইদু, সহকারী কমিশনার ভূমি রোমানা রিয়াজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু আক্তার হোসেন, প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা রকিবুল ইসলাম প্রমুখ।
0 coment rios: