অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানাযায়, বিরাশি গ্রামের মৃত যতিন্দ্র বিশ্বাসের পুত্র অজিত কুমারা বিশ্বাস ১৩ শতক জায়গার একটি পুকুরে শিং মাছা চাষ করেন। মঙ্গলবার দিবাগত রাতে পূর্ব শত্রুতার জেরে কে বা কারা তার পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে। এতে পুকুরের মাছ মরে/অর্ধমৃত অবস্থায় ভেসে উঠে। পুকুরপাড়ে ট্যাবলেটের প্রয়োগের আলামত পাওয়া যায়।
অজিত কুমার জানান, মাছের পরিচর্যা করে পুকুরপাড় থেকে রাত ১টায় বাসায় ঘুমাতে যাই। ভোরে পুকুরে খাবার দিতে এসে দেখি পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। দ্রুত জাল টেনে মাছ ধরে অন্যপুকুরে সারিয়ে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হই। এতে আমার প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার সব শেষ হয়ে গেল। আমি ঋণ করে মাছের খাবার এনেছি। এখন ঋণ পরিশোধ করবো কিভাবে? ঘটনার সাথে ব্যক্তিদের সঠিক বিচারের দাবি করেছেন তিনি।
এব্যাপারে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) চাঁদ মিয়া জানান, পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
0 coment rios: