রিপন সারওয়ার: “সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় মুক্তাগাছায় জতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা চত্বরে জাতীয় স্থানীয় সরকার দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে একটি র্যালি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকুলি, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা আজিজুল হক ইদু, শহর আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম জিন্নাহ, দুল্লা ইউপি চেয়ারম্যান হোসেন আলী হুসি, খেরুয়াজানী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে মুক্তাগাছা পৌরসভার কাউন্সিলর সদস্য, উপজেলার ১০ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রাম পুলিশ, আনসার ভিডিপিসদস্যরা উপস্থিত ছিলেন।
0 coment rios: