রিপন সারওয়া: মুক্তাগাছায় ভ্রাম্যমান আদালত প্রায় ২০০ ফুট অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। (১৩ সেপ্টেম্বর) বুধবার সকালে উপজেলার পৌর এলাকায় থানার সামনে জাল বিক্রয়কারী দোকানগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রম্যামান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান ও উপজেলা মৎস্য কর্মকর্তা তরিকুল ইসলাম। অভিযানে মাসুদ রানা এন্টারপ্রাইজ হতে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা তরিকুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা নাহিদা পারভীন খানম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, পাট সম্প্রসারণ কর্মকর্তার উপস্থিতিতে উপজেলা মৎস্য অফিসের সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় চায়না দুয়ারী জালসহ অবৈধ সকল জাল ক্রয়, বিক্রয় ও ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
এছাড়াও মহাসড়কের জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করায় ৭ জনকে ২১ হাজার টাকা, লাইসেন্স বিহীন মৎস্য ও পশুখাদ্য ব্যবসা পরিচালনা করায় ১টি খাদ্যের দোকানকে ৩ হাজার টাকা, প্লাস্টিকের বস্তায় চাউল বিক্রির দায়ে ২ জনকে ৬ হাজার টাকা ও দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার অনুমতি না নিয়ে গরু জবাই ও মাংস বিক্রির দায়ে পশু জবাই ও মাংস বিক্রি করায় ২ জনকে ৬ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
0 coment rios: