রিপন সারওয়ার: গরু চুরির অভিযোগ পাওয়ার ৪ ঘন্টা সময়ের মধ্যে চোরাই যাওয়া গরু উদ্ধার করেছে মুক্তাগাছা থানা পুলিশ। গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে পাহাড় পাবইজান এলাকার ফালু মন্ডলের পুত্র বাবুল হোসেন মুক্তাগাছা থানায় এসে গরু চুরির অভিযোগ দায়ের করেন।
বিবরণে জানা যায়, ১৫/০৯/২৩ তারিখ রাত ৯টার দিকে তাহার বসত বাড়ীর গোয়াল ঘরে ০৩ টি গরু ঘরের খুটির সাথে বেঁধে রেখে ঘরের দরজা বন্ধ করে পরিবারের সকলেই ঘুমিয়ে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গরুর ০৩টি গরুর মধ্যে ০১টি গরু না পেয়ে আশে পাশে খোজাখুজি করেও কোন সন্ধায় না পাওয়ায় মুক্তাগাছা থানায় অভিযোগ দায়ের করেন। গরুটির আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। মামলা নং-১৯(৯)২৩, তারিখ: ১৬/০৯/২০২৩ ইং। অভিযোগ পেয়ে ময়মনসিংহ জেলার মাননীয় পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সদর সার্কেল মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে মামলা রুজুর ৪ ঘন্টা সময়ের উপজেলার ঘোড়শাইল এলাকায় জনৈক দারা এর ইট ভাটা সংলগ্ন কাচা রাস্তার উপর হতে বাদীর সনাক্ত মতে বাদীর চুরি যাওয়া বাছুর গরুটি উদ্ধার পূর্বক জব্দ তলিকা মুলে জব্দ করা হয়।
এ ব্যাপারে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ বলেন, অভিযোগ পাওয়ার পর ময়মনসিংহ জেলার মাননীয় পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সদর সার্কেল মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক অভিযান পরিচালনা করে ৪ ঘন্টার মধ্যেই গরুটি উদ্ধর কারতে সক্ষম হই।
অন্যদিকে মামলার বাদী চুরাই যাওয়া গরু ফেরত পেয়ে ময়মনসিংহ জেলার মাননীয় পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সদর সার্কেল মহোদয় ও মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
0 coment rios: