জানাযায়, কাশিমপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ছমির উদ্দিনের এর পুত্র জসিম উদ্দিন ১০ বছর পূর্বে বিয়ে করে। জসিম ও তার স্ত্রী রুমা আক্তার (২৮) এর ঘরে ৮ ও ৩ বছরের দুইটি কন্যা সন্তান রয়েছে। জসিম উদ্দিন একটি কোম্পানীতে চাকুরী করে। ঈদে বাড়িতে আসে। জসিম ও জসিমের স্ত্রী রুমা আক্তারের বেশ কিছুদিন মনমালিন্য চলে আসছিল। গত কাল রবিবার রাত ১১টার দিকে জসিম রাতের খাবার খেয়ে জসিম বাহিরে যায়। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত ২টায় বাড়ি ফিরে স্ত্রী দরজা খুলার জন্য ডাক দিলে কোন সাড়া না পেয়ে কিছুক্ষণ পর দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ঘরের ভিতরে প্রবেশ করে বারান্দায় পাইরের সাথে গলায় ওড়না পেচানো জুলন্ত অবস্থায় স্ত্রীর লাশ দেখতে পায়।
এ ব্যাপারে ওসি তদন্ত মো. চাঁদ মিয়া বলেন, বিষয়টি অবহিত করলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
0 coment rios: