মোঃ মাহমুদুল হাসান: মুক্তাগাছা পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরে অর্ধশত কোটির অধিক টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে পৌর সাধারণ পাঠাগার অডিটরিয়ামে সংবাদ সম্মেলনের মাধ্যমে পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার এ বাজেট ঘোষণা করেন।
২০২৩-২৪ অর্থ বছরে মুক্তাগাছা পৌরসভার বাজেটের মোট আকার ৫১ কোটি ১৯ লাখ ৫৭ হাজার টাকা। বাজেটে উদ্বৃত রাখা হয়েছে ৩ কোটি ৩১ লাখ ৩৪ হাজার ৯শ ৮৯ টাকা। বাজেট ঘোষণার পর পৌর মেয়র প্রশ্নত্তোরপর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বাজেট অনুষ্ঠানে পৌরসভার ১নং প্যানেল মেয়র মনিরুজ্জামান দুদুর সভাপতিত্বে বক্তব্য প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান আরব আলী, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ, পৌর সভার নির্বাহী কর্মকর্তা মোঃ ইউনুছ আলীউপ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলী, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, সাবেক নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলরসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
0 coment rios: