রিপন সারওয়ার: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলাকে হালনাগাদ নিরুপিত তালিকামতে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের নতুন হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম মাসুম।
এতে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার(ভূমি) রোমানা রিয়াজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাসেম, সাবেক ডেপুটি কামান্ডার একেএম রেজাউল করিম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আরিফ রব্বানী, দুল্লা ইউপি চেয়ারম্যান হোসেন আলী হুসি, মানকোন ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম তারা, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় জনপ্রতিনিধি, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
0 coment rios: