গত মে, ২০২৩ মাসের মাসিক পারফরমেন্স পর্যালোচনায় অভিন্ন মানদন্ডের আলোকে বৃহত্তর ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ। তারই ধারাবাহিকতায় ৪ জেলার ৩৬ থানার মনমনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন।
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ এর সাথে কথা হলে তিনি তার প্রতিক্রিয়ায় জানান, ময়মনসিংহ রেঞ্জের ৪টি জেলার সর্বমোট ৩৬টি থানার অভিন্ন মানদন্ডের আলোকে আমাকে ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত করায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মহোদয় ও ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলসহ রেঞ্জ ও জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এছাড়া তিনি বলেন, মুক্তাগাছা থানার সকল অফিসার ও ফোর্সদের যাদের আন্তরিক প্রচেষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এ সাফল্য অর্জিত হয়েছে।
0 coment rios: