মাওলানা আব্দুল ওয়াহহাব এর সভাপতিত্তে সিনিয়র সহসভাপতি মুফতি আকরাম হোসাইনের সঞ্চালনায় সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, পবিত্র ঈদের দিনে সুইডেনের রাষ্ট্রীয় মদদে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন পোড়ানের প্রতিবাদে সরকারকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর অনুরোধ করেন। এছাড়াও সুইডেন সরকারকে উগ্রবাদীদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবী জানানো হয়। এছাড়াও বক্তারা, বাংলাদেশের জাতীয় সংসদে বিশেষ অধিভেশন ডেকে নিন্দা প্রস্তাব গ্রহণ করা ও বাংলাদেশের সাথে সুইডেনের সমস্ত কুটনৈতিক সম্পর্ক বন্ধ করার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর, সহসভাপতি মাওলানা মাহবুবুল ইসলাম কাসেমী, মাওলানা আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, পৌর উপআলেমার সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাওলানা জাকির হোসাইন মুকাররমী, মুফতি আমানুল্লাহ রাহমানী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির সাবেক এমপি সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, মুক্তাগাছা পৌর মেয়র আলহাজ্ব বিল্লাল হোসেন সরকার প্রমুখ।
সমাবেশ শেষে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন মুসল্লিরা। মুনাজাত পরিচালনা করেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর সভাপতি মাওলানা আব্দুল ওয়াহহাব।
0 coment rios: