Sunday, June 18, 2023

জাবির ভর্তি পরীক্ষা শুরু, ছাত্র-ছাত্রীদের আলাদা শিফট

 


অনলাইন ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রবিবার (১৮ জুন) সকাল ৯টায় ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-এর পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়। সকাল সাড়ে ৯টায় উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম সমাজবিজ্ঞান অনুষদের কেন্দ্রগুলো পরিদর্শন করেন। আজ আরও দুইটি ইউনিটের (সি ও সি-১) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার ছয়টি ইউনিট ও একটি ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে মোট ২ লাখ ৩৪ হাজার ৮৫৭টি আবেদন জমা পড়েছে। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১৩৬ জন ভর্তিচ্ছু।

সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবছর আলাদা আলাদা ছয়টি শিফটে পরীক্ষা হয়। এতে শিফটগুলোতে বৈষম্যের অভিযোগও আসে। তবে এবার সেটা কমাতে প্রথমবারের মতো আইবিএ ছাড়া বাকি অনুষদগুলোতে ছাত্র ও ছাত্রীদের আলাদা শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, এবার ‘এ’ ইউনিটে ৬১ হাজার ৮৬৪টি, ‘বি’ ইউনিটে ৪১ হাজার ৪৬৯টি, ‘সি’ ইউনিটে ৪১ হাজার ৪৪৫টি, ‘সি-১’ ইউনিটে ৫ হাজার ৬৫টি, ‘ডি’ ইউনিটে ৭৬ হাজার ৬৪টি, ‘ই’ ইউনিটে ১৮ হাজার ৯৭টি এবং আইবিএ-জেইউ ইউনিটে ৫ হাজার ৮৪৩টি আবেদন জমা পড়েছে।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। প্রতিটি কেন্দ্রেই মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বন্ধ রাখা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ডেইরি গেইট পর্যন্ত রিকশা চলাচল।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: