অনলাইন ডেস্ক: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিষয়ের শিক্ষক ফাতেমা জোহরা হক পেয়েছেন ‘বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২’।
সম্প্রতি রাজধানীর গুলশানের একটি হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই পদক দেওয়া হয়।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হক চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এবং সোশ্যাল মার্কেটিং কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী আমিরুল হক। এছাড়া বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্স (বাংলাদেশ চ্যাপ্টার) ও এফবিসিসিআই প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন।
প্রশংসিত ব্যবসা ও বিনোদন আইকনদের হাতে ‘বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২’ তুলে দেওয়া হলেও এই অনুষ্ঠানে শিক্ষা-সাহিত্যে অবদান রাখায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিষয়ের শিক্ষক ফাতেমা জোহরা হককে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
পুরস্কার বিজয়ীদের মধ্যে ছিলেন— শিক্ষা বিশেষজ্ঞ, উদ্যোক্তা, করপোরেট আইকন এবং চলচ্চিত্র ও টিভি মিডিয়ার সেলিব্রিটিরা।




0 coment rios: