অনলাইন ডেস্ক: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিষয়ের শিক্ষক ফাতেমা জোহরা হক পেয়েছেন ‘বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২’।
সম্প্রতি রাজধানীর গুলশানের একটি হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই পদক দেওয়া হয়।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হক চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এবং সোশ্যাল মার্কেটিং কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী আমিরুল হক। এছাড়া বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্স (বাংলাদেশ চ্যাপ্টার) ও এফবিসিসিআই প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন।
প্রশংসিত ব্যবসা ও বিনোদন আইকনদের হাতে ‘বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২’ তুলে দেওয়া হলেও এই অনুষ্ঠানে শিক্ষা-সাহিত্যে অবদান রাখায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিষয়ের শিক্ষক ফাতেমা জোহরা হককে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
পুরস্কার বিজয়ীদের মধ্যে ছিলেন— শিক্ষা বিশেষজ্ঞ, উদ্যোক্তা, করপোরেট আইকন এবং চলচ্চিত্র ও টিভি মিডিয়ার সেলিব্রিটিরা।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. আতিকুল ইসলাম ও শিক্ষক ফাতেমা জোহরা হক ছাড়াও বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, এফবিসিসআই ও বেঙ্গল ব্যাংকের ডিরেক্টর সিআইপি ড. জোশোদা জীবন দেব নাথ, বাংলাদেশ পোস্ট পত্রিকার প্রধান সম্পাদক শরীফ সাহাবুদ্দিন, করপোরেট ট্রেইনার গোলাম সামদানী ডন, উপস্থাপক খায়রুল বাশার, রাজু আলীম, ফরিদা হোসেন ও জয়শ্রী দাস।
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 coment rios: