মোঃ মাহমুদুল হাসান: মুক্তাগাছার বনবাংলা বাজারে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে। বনবাংলা-কালিবাড়ি রোডে মতিউর রহমান বিল্ডিং এর ২য় তলায় এ এজেন্ট ব্যাংকের উদ্বোধন করা হয়। উদ্বোধিত এ ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট শাখাটি (বনবাংলা এন্টারপ্রাইজ) পরিচালা করবেন ডাঃ মোঃ আবু তারেক।
সাবেক ব্যাংকার আলহাজ¦ ইউসুফ আলীর সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাচ্-বাংলা ব্যাংকিং, ময়মনসিংহ- এর রিজিওনাল হেড মোহাম্মদ তারেক সালাহ্উদ্দিন।
বনবাংলায় ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর এরিয়া ম্যানেজার আলমগীর আহমেদ, বনবাংলা এফ. রহমান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সোনালী ব্যাংক মুক্তাগাছা শাখার অবঃ সিনিয়র অফিসার মোঃ গোলাম মোস্তফা, ইউপি সদস্য মোঃ খাইরুল ইসলাম, মাস্টার এজেন্ট আব্দুল্লাহ্ আল মামুন, ময়মনসিংহ এবি অফিসের লোন অফিসার মোঃ আব্দুল আলীম, হরিপুর দেওলী স: প্রা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, এম রঘুনাথপুর স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউল্লাহ্, বনবাংলা স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মারুফ, মজনু ফকির, সুরুজ আকন্দ, মতিউর রহমান, মোফাজ্জল হোসাইন, শামছুল হক সর্দার, রুস্তম আলী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন মোঃ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ তারেক সালাহ্উদ্দিন বলেন, গ্রাম বাংলার মানুষকে ব্যাংকিং সেবা দিতে কাজ করছে ডাচ্-বাংলা ব্যাংক। এখানে মাত্র ১০ টাকায় ব্যাংক হিসাব খোলা যায়। দিন রাত ২৪ ঘন্টা লেনদেন করা যায়। রেমিটেন্স উত্তোলন করা যায় এবং সব ধরনের বিল পরিশোধ করা যায় এখান থেকে। এখানে অর্ধবার্ষিক বা বার্ষিক কোন ফি কর্তন করা হয়না। প্রথম বছর বিনামূল্যে এবং দ্বিতীয় বছর অর্ধেক মূল্যে এটিএম কার্ড দেয়া হয়। ডাচ্-বাংলা বাংকে হিসাব খোললে দেশের যে কোন প্রান্ত থেকে শুধু মাত্র আঙ্গুলের চাপেই টাকা উত্তোলন করা যায়। তিনি এ ব্যাংকের কার্যক্রমে সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
এলাকাবাসী বলেন, আমাদের বনবাংলা বাজারে ব্যাংকিং বিষয়টি স্বপ্ন ছাড়া আর কিছুই ছিল না কিন্তু ডাঃ মোঃ আবু তারেকের ইচ্ছা ও চেষ্টায় এ ব্যাংকিং সেবা আমাদের বাজারে আসাতে আমরা আনন্দিত।
0 coment rios: