Wednesday, November 15, 2023

মুক্তাগাছায় বরাদ্ধ কৃত ব্যবসা প্রতিষ্ঠান জবর দখলের পায়তারা


স্টাফ রিপোর্টার: মুক্তাগাছা উপজেলার খামারের বাজারে সরকারি বন্দোবস্থকৃত জায়গায় দীর্ঘ দিন যাবত লীজমানি পরিশোধ করে ব্যবসা করে আসছে স্থানিয় এইচএম মাজাহারুল আজাদ বুলবুল। উক্ত জমির উপর কূ-দৃষ্টি পরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যাক্তির। যার ফলশ্রুতিতে উক্ত জমি জবর দখলের পায়তারা করে আসছে প্রভাবশালী মহলটি।

সূত্রেমতে মুক্তাগাছা প্রেসক্লাবের সহ-সম্পাদক সাংবাদিক মাজাহারুল আজাদ বুলবুল ২০০৭ সালে ৬৩২(X-A)৭-০৮/৪৫১(X-A)০৬-০৭ মূলে খামারের বাজারে  ১৩.৯৪ বর্গমিটার জায়গা সরকারি লীজমানি পরিশোধ করে ব্যবসা প্রতিষ্ঠান করে ব্যবসা করে আসছে। সম্প্রতি কতিপয় প্রভাবশালী আদালতের নির্দেশ অমান্য করে জমি জবর দখল করার জন্য তার জমি সংলগ্ন স্থানে ইট বালি সিমেন্ট নিয়ে কাজ করার পায়তারা করছে। 

এ ব্যাপারে সহকারি কমিশনার (ভুমি) বরাবর আভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী মাজাহারুল আজাদ বুলবুল।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: