ডেস্ক রিপোর্ট: মুক্তাগাছায় ৭৭ (সাতাত্তর) বোতল বিদেশী মদ এবং মাদক বিক্রির ৪,০০০ হাজার টাকাসহ শ্রী নিতাই সাহা নামে একজনকে গ্রেফতার করেছে মুক্তাগাছা ২ এপিবিএন।
২ এপিবিএন এর প্রেস রিলিজ এ জনাযায়, গত ৪ অক্টোবর মুক্তাগাছা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি চলা কালে গোপন সংবাদের ভিত্তিতে টহল টিম জানতে পারে মুক্তাগাছা বড়হিস্যা বাজার এলাকায় কতিপয় ব্যাক্তি মাদকদ্রব্য বিদেশী মদ ক্রয়-বিক্রয় করছে। পরে টহল টিম উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অফিসার ফোর্সসহ বড়হিস্যা বাজার কালীমন্দিরের পূর্বপাশ্বের, বাসা নং-৪০৩ তপন কুমার সাহা এর বাসায় পৌছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন ব্যাক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে ফোর্সের সহয়োগিতায় মৃত মাধাই চন্দ্র সাহার ছেলে নিতাই সাহা কে আটক করা হয়।
এসময় শ্রী নিতাই সাহার ঘর তল্লাশী করে পনের বোতল বিদেশী AC BLACK PURE AIN DELUXE, WHISKY, MADE IN INDIA যার অনুমানিক মুল্য ৫২,৫০০/- ৩০ বোতল ROYAL STAG MADE IN INDIA যার অনুমানিক মুল্য ১,২০,০০০/- ৩২ বোতল MCDOWELL'S NO-1 LUXURY, PRODUC OF INDIA যার মূল্য ৬৪,০০০/- সর্বমোট ৭৭ বোতল যার মুল্য ২,৩৬,৫০০/- আসামী নিতাই সাহার মাদকদ্রব্য বিদেশী মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখায় তার বিরুদ্ধে মুক্তাগাছা থানা মামলা নং-০৫ ধারা- ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ২৪(খ) ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় ।
0 coment rios: