Tuesday, October 3, 2023

মুক্তাগাছায় শারদীয় দূর্গাপুজা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত


রিপন সারওয়ারমুক্তাগাছায় শারদীয় দূর্গাপুজা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তাগাছা থানা হলরুমে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গা পুজা উপলক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (০৩ অক্টোবর)বিকেল ০৫ টায় মুক্তাগাছা উপজেলার প্রতিটি পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)ময়মনসিংহ মোঃ শাহীনুল ইসলাম ফকি র এর সভাপতিত্বে সঞ্জিব মাইতির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে.এম.খালিদ এমপি।

তিনি বলেন, আমাদের উপজেলায় ১১০টি পূজা মন্ডবে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। আসন্ন দুর্গা পূজা উপলক্ষে সকলকে সতর্ক থাকতে হবে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। ইউনিয়নের সকল চেয়ারম্যান মেম্বরদেরকে সর্বদা তদারকি ও কোন সমস্যা মনে হলে তাৎক্ষণিক প্রসাশনকে অবহিত করবে। তাছাড়া সার্বক্ষণিক ভাবে পুলিশ, আনসার ও ভিডিপি নিরাপত্তায় কর্মরত থাকবে।

এসময় বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন, মুক্তাগাছা পৌর মেয়র আলহাজ্ব বিল্লাল হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ইদু, জেলা পরিষদ সদস্য মাহাবুবুল আলম মনি, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আরব আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলী, আশোতোষ দে, ৫নং বাঁশাটি ইউপি চেয়ারম্যান উজ্জল কুমার চন্দ, বাবুল সাহা, চন্দন সাহা প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জাহান আলী, জামাল উদ্দিন বাদশা, বাংলাদেশ কৃষকলীগ মুক্তাগাছা শাখার সাধারণ সম্পাদক আরিফ রাব্বানী ও মুক্তাগাছা উপজেলার ১১০টি পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক এবং মুক্তাগাছা উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।  

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: