রিপন সারওয়ার:‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনের রেখে মুক্তাগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপত্বি করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তরিকুল ইসলাম। সভায় মতবিনিময় করেন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্য চাষি, মাৎস্য খাদ্য ও ঔষুধ বিক্রেতা প্রতিনিধি ও সাংবাদিকগণ।
মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৪ জুলাই থেকে আগামী৩০ জুলাই পর্যন্ত সপ্তাহ ব্যাপি উপজেলা মৎস্য অফিস বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ, উপজেলার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন, চাষিদের মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ, বিশেষ পরামর্শ ও সেবা প্রদান। আগামী ৩০ জুলাই মৎস্য সপ্তাহ মূল্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হবে।
0 coment rios: