দাওগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তাগাছা বিএডিসি উদ্যান কেন্দ্রের উপপরিচালক কৃষিবিদ আসিফ ইকবাল ছাকী। ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার কৃষিবিদ রকিবুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ কামরুন্নাহার মিতু, ওয়ার্ল্ড ভিশনের জামালপুর এসিও’র সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, এসিআইয়ের কর্মকর্তা কৃষিবিদ আতিকুর রহমান, কৃষিবিদ গোলাম কিবরিয়া, আওয়ামীলীগ নেতা মোকাদ্দেস আলী মাস্টার ও ইউপি সদস্য বাবুল সম্রাট।
আলোচনা সভায় সরাসরি কৃষি উৎপাদনের সাথে সম্পৃক্ত দুই শতাধিক কৃষক ও কৃষাণি অংশ নেন। এতে কৃষকদের মাঠপর্যায়ে কৃষি উৎপাদনে বিভিন্ন প্রতিবন্ধকতা, সমস্যা চিহিৃত করণ ও এর থেকে উত্তরণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে কৃষিভিত্তিক কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ি কৃষক-কৃষাণীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
0 coment rios: