অনলাইন ডেস্ক: প্রতিবছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বব্যাপী বাবা দিবস পালন করা হয়। সে অর্থে আজ রবিবার (১৮ জুন) বিশ্ব বাবা দিবস। বাবাদের স্মরণ করে বিশেষ এ দিনটি উদযাপন করে সন্তানেরা। এই উপলক্ষে অনেকেই সমাজমাধ্যমে বাবাদের নিয়ে নানা স্মৃতি শেয়ার করছেন। বিশেষ এই দিনটি ঘিরে নাট্য তারকা জিয়াউল ফারুক অপূর্ব জানান,‘বাবার সঙ্গে কারো তুলনা চলে না। বাবা আমার কাছে সবচেয়ে বড় তারকা। বাবা আমার হিরো। আমার আদর্শ।’
তিনি বলেন, আমি বাবার একটা অংশ। বাবাকে নিয়ে বলতে গেলে কথা শেষ হবে না। বাবা-ছেলের গল্প এতটাই বিস্তৃত, এতটাই ব্যাপক। বাবা আমার কাছে বটবৃক্ষ। আমার কাছে ছায়া। বাবা নেই, কিন্তু দূর থেকে ছায়া দিচ্ছেন এবং দেবেন এটা আমার বিশ্বাস।
তিনি আরও বলেন, বাবার না থাকা, বাবার হারিয়ে যাওয়া, বাবার অপূর্ণতা কখনো পূরণ করা যায় না। বাবা এমনই একজন। যার বাবা নেই তিনিই বাবার মর্ম বুঝেন। বাবার ভালোবাসা সমুদ্রের মতো গভীর।
বাবার সঙ্গে আমার অনেক স্মৃতি! বাবাকে ঘিরে কত গল্প! বাবার সঙ্গে আমার মধুর সম্পর্ক ছিল। ভাবতেই পারি না বাবা নেই। যখনই বাবার শূন্যতা অনুভব করি তখনই কষ্টের পাহাড় চেপে বসে। নিজেকে নিঃসঙ্গ মনে হয়। এই কষ্ট যারা বাবা হারিয়েছেন কেবল তারাই বুঝবেন। তাকে অনেক মিস করি। বাবা, যেখানেই আছো ভালো থেকো। সবসময় তোমার আশীর্বাদ চাই। তোমার মুখটা দেখতে ভীষণ ইচ্ছে করে।
0 coment rios: