মোঃ মাহমুদুল হাসান: জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মুক্তাগাছায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় মুক্তাগাছা প্রেসক্লাবের আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধন পালন করেন সাংবাদিকরা। এ সময় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার সাথে জড়িতদের ফাঁসিসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তারা।
ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের পাশে মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, মুক্তাগাছা প্রেসক্লাবের সভাপতি এফএমএ সালাম, সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, সিনিয়র সাংবাদিক সিরাজুল হক সরকার, হেলাল উদ্দিন নয়ন, শফিক সরকার, ফেরদৌস আলম, মাহবুবুল আলম রতন, বজরং আগরওয়ালা, মুর্শেদ আলম খান লিটন, মাজাহারুল আজাদ বুলবুল, মোফাজ্জল হোসাইন, ফরিদুল ইসলাম দুলাল, এম ইউসুফ, রাশিদুল আলম শিমুল, মামুন আল গাইয়ুম, আসাদুজ্জামান তালুকদার, তাজুল ইসলাম, মিজানুর রহমান জুয়েল, কামরুল হুদা আকন্দ বাবলু, হোসাইন আহাম্মেদ সুলভ ও রিপন সারওয়ার।
0 coment rios: