Sunday, June 18, 2023

১৮ জুন থেকে পাওয়া যাবে ঈদের নতুন টাকা


অনলাইন ডেস্ক:
 প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট বাজারে ছাড়বে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ১৮ জুন থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। ২৫ জুন পর্যন্ত নতুন নোট বি‌নিময় করা যাবে। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের শাখা থেকে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন। তফসিলি ব্যাংকের ৪০টি শাখা থেকে এ টাকা নিতে পারবেন গ্রাহক।

ঢাকার যেসব শাখায় পাওয়া যাবে নতুন নোট

সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখা, জাতীয় সংসদ ভবন শাখা ও ইব্রাহীমপুর শাখা, রূপালী ব্যাংকের স্থানীয় কার্যালয় ও উত্তরা মডেল টাউন করপোরেট শাখা, জনতা ব্যাংকের পোস্তগোলা শাখা, আব্দুল গণি রোড করপোরেট শাখা, রজনীগন্ধা (কচুক্ষেত করপোরেট শাখা) ও টিএসসি করপোরেট শাখা, অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব করপোরেট শাখা, মিরপুর শাখা, রামপুরা টিভি শাখা, এনসিসি ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, দিলকুশা শাখাসহ মোট ৪০টি শাখা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: