রিপন সারওয়ার: মুক্তাগাছায় ১০ গ্রাম হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মুক্তাগাছা থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার মহেষপুর এলাকায় ধলির ব্রীজের উপর হতে আন্তঃজেলা মাদক চক্রের দুই জন সদস্য খাজুলিয়া গ্রামের আঃ খালেক ওরফে বাদশা মিয়ার পুত্র আঃ মোতালেব, অন্যজন উপজেলার পৌরসভার পাড়াটঙ্গী এলাকার মগর আলীর পুত্র মিন্টুকে আটক করে। পুলিশ সূত্রে জানাযায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নামে ৭/৮টি করে মামলা (এ-শ্রেণীভুক্ত মাদক ব্যবসায়ী) বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। পরে পুলিশ আসামীদের নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সুপর্দ করেন।
এ ব্যাপারে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ বলেন, ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিস সুপার সদর সার্কেল মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক আমরা আন্তঃজেলা মাদক চক্রের দুইজন সদস্যকে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
0 coment rios: