রিপন সারওয়ার : নানা কর্মসূচির মধ্যদিয়ে মুক্তাগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শহরের সচেতনতামূলক র্যালি, বিশেষ মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রোমানা রিয়াজ, থানার ওসি(তদন্ত) মো.চাঁদ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রকিবুল ইসলাম,মুক্তাগাছা উপজেলা কৃষি অফিসার সেলিনা পারভীন, সজল কুমার দে, ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার মোঃ রাশেদুল আলম প্রমুখ।
ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা এপির সার্বিক সহযোগিতায় দিবসটি পালিত হয়।
0 coment rios: