রিপন সারওয়ার: মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশনের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। ‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ প্রতিপাদ্য নিয়ে পালিত দিবসটি উপলক্ষ্যে রবিবার উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
পরে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রথম সেশনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান ও দ্বিতীয় সেশনে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার(ভূমি) রোমানা রিয়াজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. নায়েব আলী খান, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, ওয়ার্ল্ডভিশন মুক্তাগাছা সাউথ এপির ম্যানেজার নম্রতা হাউই, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উন্নয়ন বিশেষজ্ঞ মো. ছাবেদ আলী, ওয়ার্ল্ডভিশনের প্রোগ্রাম অফিসার রাশেদ হাসান, ওয়ার্ল্ডভিশন কর্মী রাজিয়া সুলতানা, সমবায় অফিসের আসাদুজ্জামান প্রমুখ।
পরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অন্যান্য শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহনের হাত ধোয়া কার্যক্রম উদ্বোধন করা হয়।
0 coment rios: