Wednesday, August 16, 2023

মুক্তাগাছায় জনগণের উন্নয়ন-সফলতার গল্প উদযাপন

রিপন সারওয়ার: মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে জনগণের উন্নয়ন-সফলতার গল্প উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মুক্তাগাছা উপজেলা ও মুক্তাগাছা সাউথ এপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু এমপি। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলি, থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ, জেলা পরিষদের সদস্য মাহবুবুল আলম মনি, ওয়ার্ল্ড ভিশনের ডেপুটি ডিরেক্টর-ফিল্ড প্রোগ্রাম অপারেশন জেনী মিল্ড্রেড ডি ক্রশ, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরিফিকেশন, এপি ম্যানেজার ন¤্রতা হাউই প্রমুখ।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় প্রান্তিক পর্যায়ে সফলতা অর্জনকারী চার জন নারী তাদের সফলতার গল্প বলেন। এছাড়া মাঠ পর্যায়ের কর্মীদের কাছ থেকে দুই শতাধিক লিখিত গল্প নিয়ে সেখান থেকে ১৬ জনকে পুরষ্কৃত করা হয়।

অনুষ্ঠানে ওয়ার্ল্ডভিশনের মাঠ পর্যায়ে কাজ করে প্রান্তিক মানুষের উন্নয়ন ও সফলতার গল্পগুলো গ্যালারিতে প্রদর্শিত হয়। প্রতিমন্ত্রী অনুষ্ঠানের শুরুতেই প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন।





শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: