রিপন সারওয়ার: মুক্তাগাছা থানা পুলিশ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৬ জুয়ারিসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১২জনকে গ্রেফতার করেছে। বুধবার ভোর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, চারিপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র বায়োজিদ, মৃত আবুল হোসেনের পুত্র তাজুল ইসলাম, ফিরোজ মিয়ার পুত্র ফেরদৌস, হোসেন আলীর পুত্র শুভ মিয়া, ইউনুছ আলীর পুত্র আল আমিন, দরাজ আলী পুত্র হযরত আলী।
মুক্তাগাছা অফিসার ইনচার্জ আব্দুল মজিদ বলেন, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জুয়ারিসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১২জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পরবর্তীতে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
0 coment rios: