অনলাইন ডেস্ক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) পরিসংখ্যান অনুযায়ী, ইরান ২০২২ সালে এশিয়ার বৃহত্তম দুগ্ধ রপ্তানিকারক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে।
স্থানীয় ইরানি সংবাদ সংস্থাগুলি প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এফএও এর তথ্যমতে গত বছর ইরানের দুগ্ধপণ্য রপ্তানি হয় ১ দশমিক ৫৮৩ মিলিয়ন মেট্রিক টন (এমটি)। একই সময়ে দেশটি এই জাতীয় পণ্য আমদানি করেছে মাত্র ৮৬ হাজার মেট্রিক টন।
বিশ্বব্যাপী খাদ্য বাজারের একটি দ্বিবার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, ২০২২ সালে এশিয়ার দেশগুলির মোট দুধ এবং দুগ্ধজাত পণ্য রপ্তানির ১৭ শতাংশ ছিল ইরানের দুগ্ধজাত পণ্য রপ্তানি।
0 coment rios: