অনলাইন ডেস্ক: ঘরের মাঠে আফগানদের বিপক্ষে এক মাত্র টেস্টে ঐতিহাসিক জয়ের পর শুরু হচ্ছে ওয়ানডে লড়াই। চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়ন্টি সিরিজের মুখোমুখি হবে দুই দল। এরপর সিলেটে দুটি -টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। ইতিমধ্যে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি।
এবার দুই ম্যাচের টি-টোয়ন্টি সিরিজের দল ঘোষণা করলো বিসিবি। আগামী মাসে সিলেটে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্কোয়াড ঘোষণা করেছে। আগামী ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, রিসাফুল ইসলাম, হোসাইন হোসেন, হাসান মাহমুদ ও আফিফ হোসেন
0 coment rios: