অনলাইন ডেস্ক: ময়মনসিংহের মুক্তাগাছায় সিএনজি অটোরিকসা চালক কামাল হোসেন হত্যার রহস্য উন্মোচন, ছিনতাইকৃত সিএনজি অটোরিকসা উদ্ধার ও হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করায় র্যাব- ১৪ ময়মনসিংহকে অভিনন্দন জানিয়ে মানববন্ধন করেছে মুক্তাগাছা উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন। সেই সাথে গ্রেফতারকৃত আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে মানববন্ধন থেকে।
রবিবার দুপুরে মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে নিহত কামাল হোসেনের চাচা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সিদ্দিকুজ্জামান সিদ্দিক, উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কমল দে, আওয়ামীলীগ নেতা ও সিএনজি মালিক ফয়জুর রহমান, সিএনজি শ্রমিক আসাদ, শহিদুল ইসলাম শহিদ, শের আলী, সিরাজুল ইসলাম, সোহেল প্রমুখ বক্তব্য রাখেন।
গত ২৮ মার্চ সকালে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ছাতারকান্দি নাথেরপাড়া এলাকার ঢাকা-জামালপুর মহাসড়কে অচেতন অবস্থায় পড়ে ছিলেন সিএনজি অটোরিকসা চালক কামাল হোসেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ধনবাড়ী থানায় একটি হত্যা মামলা হলে রহস্য উদঘাটনে মাঠে নামে ময়মনসিংহের র্যাব-১৪ এর একটি দল। পরবর্তীর্তে র্যাব ক্লুলেস ঘটনার মূল রহস্য উদ্ঘাটনপূর্বক ঘটনার সাথে জড়িত ৬ জনকে গত ৬ জুন পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়। সেই সাথে ছিনতাকৃত সিএনজি অটোরিকসাটি উদ্ধার করে র্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে, ঈশ্বরগঞ্জের ইসলাম উদ্দিন ফকির (৩০), ফুলবাড়িয়ার শফিকুল ইসলাম (৪৫), নেত্রকোনার আবুল কাশেম (৫২), মুক্তাগাছার লাঙ্গুলিয়ার জালাল উদ্দিন (৪৬), ত্রিশালের কামাল হোসেন (২৮) এবং ত্রিশালের আব্দুস ছাত্তার (৩৮)। র্যাব জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা সিএনজি অটোরিকসা ছিনতাই চক্রের সক্রিয় সদস্য।
র্যাবের এমন ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন পূর্বক আসামীদের গ্রেফতারে কৃতজ্ঞতা জানিয়ে নিহতের পরিবারের সদস্যরা ও সিএনসি অটোরিকসা শ্রমিক সংগঠনের সদস্যরা র্যাবকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে গ্রেফতারকৃতদের দ্রæত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
0 coment rios: